সিরাজগঞ্জে কলেজছাত্রীর মৃত্যু
সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজের সম্মান (রাষ্ট্রবিজ্ঞান) ২য় বর্ষের ছাত্রী বৃষ্টি কুণ্ডু রবিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃষ্টি উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া মহল্লার অমল কুণ্ডুর মেয়ে। তিনি বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
বৃষ্টির বাবা জানান, কলেজ থেকে বাড়ি ফেরার পথে সে স্ট্রোক করেন। এ সময় হাসপাতালে নেওয়ার আগেই বৃষ্টি মারা যায়।
(দ্য রিপোর্ট/আরএ/এআইএম/জানুয়ারি ২৬, ২০১৪)