বাছাই ক্রিকেট ম্যাচ পণ্ড
দ্য রিপোর্ট প্রতিবেদক : ১ লাখ টাকা এন্ট্রি ফি’র আসর তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটে রবিবার পণ্ড হয়েছে আমবার স্পের্টিং ক্লাব ও মিরপুর ইয়ুথ ক্লাবের ম্যাচ। সুপার লিগের এই ম্যাচটি জিতলে এক ম্যাচ হাতে রেখে তৃতীয় বিভাগের টিকিট পাবে আমবার স্পোর্টিং। অন্যদিকে জিতলে তৃতীয় বিভাগের আশা বেঁচে থাকবে মিরপুর ইয়ুথ ক্লাবের। এমন সমীকরণের ম্যাচে জয়ের পথটা প্রায় সুগম করে ফেলেছিল আমবার স্পোর্টিং। তাদের ২১৬ স্কোরের জবাবে; যখন মিরপুরের স্কোর ৫৫/৪, তখন দুই আম্পয়ারের উপর চড়াও হয়ে অকথ্য ভাষায় মিরপুর ইয়ুথ ক্লাবের কর্মকর্তা, সমর্থকরা গালিগালাজ করেছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে স্থাপিত অস্থায়ী প্যান্ডেল ভেঙ্গে ফেলে, ভাংচুর করা হয় চেয়ার-টেবিল। ফলে মাঠে আর নামেনি মিরপুর ইয়ুথ ক্লাব। খেলতে অস্বীকৃতি জানানোয় বাইলজ অনুযায়ী পূর্ন ২ পয়েন্ট পাওয়ার কথা আমবার স্পোটিংয়ের। অথচ, ম্যাচ রেফারি ভীত সন্ত্রস্ত্র হয়ে সে রিপোর্ট সিসিডিএমকে জমা দিতে পারেনি। সিসিডিএম’র সদস্য সচিব রাকিব হায়দার পাভেল এই খেলায় ছিলেন উপস্থিত। মিরপুর ইয়ুথ ক্লাবের এমন আক্রমণাত্মক আচরণে সিসিডিএম থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।
(দ্য রিপোর্ট/এএস/জানুয়ারি ২৬, ২০১৪)