‘সংবিধানের মধ্যে থেকেই সংকট সমাধান সম্ভব’
পাবনা প্রতিনিধি, দিরিপোর্ট২৪ : সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ বলেছেন, বর্তমান সংবিধানের মধ্যে থেকেই চলমান রাজনৈতিক সংকট সমাধান সম্ভব।
‘ফোরাম ৭১’ এর পক্ষ থেকে শুক্রবার বিকালে বেড়া ডিগ্রি কলেজ মাঠে দেয়া গণসম্বর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
অধ্যাপক আবু সাইয়িদ বলেন, দুর্নীতিবাজ-লুটেরাদের উচ্ছেদ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আমি ১৯৭০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ত্যাগ করে রাজনীতিতে যোগ দিয়েছি। যতদিন বেঁচে থাকবো ততদিন বঙ্গবন্ধুর আদর্শ মনে প্রাণে লালন করবো।
তিনি বিরোধীদলের উদ্দেশ্যে বলেন, এ দেশ স্বাধীন হয়েছে কোটি মানুষের ত্যাগ, লাখো শহীদের রক্ত এবং লাখো মা বোনের ইজ্জতের বিনিময়ে। স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নিয়ে এদেশকে জঙ্গিরাষ্ট্র বানানোর যে চক্রান্ত করা হচ্ছে তা এদেশের জনগণ মেনে নিবে না।
বেড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক খান, ফোরাম ৭১-এর আহ্বায়ক ডা. আব্দুল আউয়াল, এডওয়ার্ড কলেজের অধ্যাপক ড. আব্দুল মজিদ, অ্যাডভোকেট আমিনুল ইসলাম পটল, বেড়া উপজেলা যুবলীগ সভাপতি আব্দুর রশিদ দুলাল ও আওয়ামী লীগ নেতা মকছেদ আলী।
অধ্যাপক আবু সাইয়িদ সম্প্রতি ‘মুক্তিযুদ্ধে কূটনৈতিক যুদ্ধ’ বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করায় ‘ফোরাম ৭১’ এর পক্ষ থেকে তাকে এ গণসম্বর্ধনা দেয়া হয়।
(দিরিপোর্ট২৪/কেএস/এপি/জেএম/নভেম্বর ২, ২০১৩)