দ্য রিপোর্ট প্রতিবেদক : উইকেট নিয়ে এর আগে যতোটা সমালোচনা করেছেন মুশফিকুর, সাকিব, তামিমরা সর্বশেষ ২টি হোম সিরিজে ততোটা তীব্র ছিল না তাদের সমালোচনা। হোমে পাঁচশ’ স্কোরের ২টিই পেয়েছে বাংলাদেশ সর্বশেষ দুই সিরিজে। সোহাগ গাজীর বিশ্বরেকর্ডই বলুন কিংবা মুমিনুলের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, কিউরেটরের গিফটেড উইকেটের কারণেই তা পেরেছে ব্যাটসম্যানরা। এবারো সেই সুযোগটা করে দিচ্ছেন মাঠকর্মীরা। শ্রীলঙ্কা স্পিনে ভাল বলেই স্পিন ফ্রেন্ডলি নয়, গত শনিবার স্পোর্টিং উইকেট চেয়েছিলেন সাকিব আল হাসান। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মুশফিকুরও সুর মিলিয়েছেন সাকিবের সঙ্গে। তবে রবিবার সকালে অনুশীলন করতে এসে ডেড উইকেট প্রস্তুত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন মুশফিকুর রহিম। ইভেন বাউন্সে বল যেন আসে উইকেটে, নির্বিঘ্নে ব্যাটিংয়ের জন্য এই প্রস্তাব মাঠকর্মীদের দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে যে উইকেটে ড্র করেছে বাংলাদেশ, যে উইকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১২ সালে ৫৫৬ করেছে বাংলাদেশ প্রথম ইনিংসে, সেই ৪ নম্বর উইকেটকে সেভাবেই প্রস্তুত করেছে মাঠকর্মীরা। এমন উইকেটে ভয় একটাই, দিনের প্রথম ঘণ্টা। পেস বোলাররা মুভমেন্ট পাবেন দিনের শুরুতে; বাকিটা সময় থাকবে ব্যাটসম্যানদের। এমনটাই জানিয়েছেন উইকেট তৈরির সঙ্গে সংশ্লিষ্ট একজন।

(দ্য রিপোর্ট/এএস/জেএম/জানুয়ারি ২৬, ২০১৪)