মানিকগঞ্জে মন্দিরে হামলা, আটক ১
মানিকগঞ্জ সংবাদদাতা : মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার শাহরাইল মাঝিপাড়া কালীমন্দিরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ৩টি মূর্তি ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
আলমাছ নামে স্থানীয় এক ব্যক্তির নেতৃত্বে এ হামলা হয়েছে বলে দাবি করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। স্থানীয়রা জানান, গত শনিবার সন্ধ্যায় ওই মন্দিরে বাৎসরিক শীতলা পূজা করে স্থানীয় মাঝি সম্প্রদায়ের বাসিন্দারা। পূজা চলাকালীন সময় রাত ৭টার দিকে আলমাছ পূজারীদের মূর্তি ও মন্দির ভেঙ্গে ফেলার এবং বাড়িঘরে অগ্নিসংযোগের হুমকি দেয়। এ নিয়ে তখন কমিটির লোকজনের সঙ্গে ওই যুবকের বাকবিতণ্ডা হয়। পরে ঘটনাটি আলমাছের বড় ভাইকে জানানো হলে সে এসে তাকে (আলমাছ) নিয়ে চলে যায়।
রবিবার ভোরে মন্দিরে এসে স্থানীয় লোকজন মহাদেব ও কালীমূর্তির মাথা ভাঙ্গা এবং শীতলা মূর্তির অংশ বিশেষ পাশের ডোবায় ভাসতে দেখে। মন্দির কমিটির পক্ষ থেকে ঘটনাটি পুলিশকে জানানো হয়।
সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্য অপরাধীদের আটক করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(দ্য রিপোর্ট/এনইউএস/এআইএম/জেএম/শাহ/জানুয়ারি ২৬, ২০১৪)