দ্য রিপোর্ট ডেস্ক : মিসরে প্রেসিডেন্ট নির্বাচন এগিয়ে আনার ঘোষণা দিয়েছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার। ফলে পার্লামেন্ট নির্বাচনের আগেই দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন।

মিসরের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আদলি মনসুর রবিবার এ ঘোষণা দেন। এক টেলিভিশন ঘোষণায় তিনি বলেন, বেশিরভাগ রাজনৈতিক দলই আগে প্রেসিডেন্ট নির্বাচন দাবি করছে এবং আমি তাদের দাবি পূরণ করতেই ‘রোডম্যাপ’ সংশোধন করেছি।

তবে তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করেননি। নিয়মানুযায়ী সংবিধান গৃহীত হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

এর আগে দেশটির সামরিক বাহিনী সমর্থিত সরকার যে ‘রোডম্যাপ’ ঘোষণা করেছিল তাতে পার্লামেন্ট নির্বাচনের পর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এ ঘোষণার ফলে অনেকে ধারণা করেছেন, সামরিক বাহিনীর প্রধান জেনারেল সিসি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন।

অবশ্য গত জুলাই মাসে দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির উৎখাতের পর জেনারেল সিসিকে প্রেসিডেন্ট প্রার্থী হতে আহ্বান জানিয়ে আসছেন। সূত্র : বিবিসি ও আল জাজিরা।

(দ্য রিপোর্ট/জেএম/শাহ/জানুয়ারি ২৭, ২০১৪)