দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ার সরকার নারী ও শিশুদের দেশটির হোমস শহর ত্যাগ করতে দেবে বলে জানিয়েছে জেনেভা শান্তি আলোচনায় জাতিসংঘের প্রতিনিধি লাখদার ব্রাহিমি।

সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ বলেন, নারী ও শিশুরা মুক্ত। তারা হোমস ত্যাগ করতে পারে। কিন্তু সশস্ত্র গ্রুপগুলো তাদের বাধা দিচ্ছে।

ব্রাহিমি বলেন, সশস্ত্র গ্রুপগুলো যাদের আটকে রেখেছে তাদের তালিকা দিতে বিরোধীরা সম্মত হয়েছে।

তবে এ বিষয়ে এখনি বেশি কিছু বলা ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি।

মানবিক সাহায্য নিয়ে জাতিসংঘ ও রেডক্রসের একটি টিম সোমবার হোমস শহরে যেতে পারবে বলে আশা করছেন ব্রাহিমি।

শত শত মানুষ হোমস শহরে আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে, যাদের অনেকেই মারাত্মক অসুস্থ। সূত্র : বিবিসি।

(দ্য রিপোর্ট/জেএম/শাহ/জানুয়ারি ২৭, ২০১৪)