বিমানের চালক অজ্ঞান!
দ্য রিপোর্ট ডেস্ক : মাত্র দশ মিনিট আগেই উড়ল বিমান। হঠাৎ করেই অজ্ঞান হয়ে গেলেন বিমানের পাইলট। তারপর? চিন্তা করতেই তো গায়ে কাঁটা দিয়ে উঠছে!
হ্যাঁ, গত শনিবার এমনটাই ঘটেছিল অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে। তবে বেঁচে গেছেন এক ইঞ্জিনবিশিষ্ট সেসনা বিমানের পাইলট ও একমাত্র যাত্রী। কিভাবে?
পাইলট জ্ঞান হারানোর সঙ্গে সঙ্গেই বিমানের দায়িত্ব নেয় যাত্রী ১৯ বছর বয়সী ট্রয় জেনকিন্স। ফলে বেঁচে যায় দুজনের প্রাণ।
শনিবার বিকেলে নিউ সাউথ ওয়েলসের ফোর্বস শহর থেকে বিমান নিয়ে আকাশে ওড়েন পাইলট ডেরেক নেভিল (৬১)। কিন্তু মাত্র ১০ মিনিট পরই জ্ঞান হারান তিনি। বিষয়টি বুঝে ওঠার সঙ্গে সঙ্গেই বিমানটির দায়িত্ব নেন জেনকিন্স। পাক্কা পৌনে এক ঘণ্টা ফোর্বস এয়ারপোর্টের ওপর চারিদিকে বিমানটি নিয়ে চক্কর দিতে থাকেন জেনকিন্স। তারপর জ্ঞান ফিরে পান পাইলট এবং বিমানটিকে নিচে নামান।
জেনকিন্স বলেন, আমি বেশ ভয়ই পেয়ে গিয়েছিলাম। অবশ্য আকাশে বিমানটিকে উড়িয়ে রাখতে তেমন কোনো সমস্যা হয়নি। তবে নামব কিভাবে কিছুই বুঝতে পারছিলাম না। আমি শুধু ভাবছিলাম কিভাবে দুজন এটা থেকে রক্ষা পাব। এ একটা অন্যরকম অভিজ্ঞতা।
নেভিলের সহায়তায় আগে একবার বিমান চালিয়ে নিচে নামার অভিজ্ঞতা ছিল জেনকিন্সের।
রেডিওতে জেনকিন্সের ‘হেল্প হেল্প’ চিৎকার শুনে আরেকটি বিমান নিয়ে সাহায্য করতে এগিয়ে আসেন পাইলট রেনল্ড এবং রেডিওর সাহায্যে জেনকিন্সকে বিমানটি চালাতে সাহায্য করেন।
তবে প্রাণে রক্ষা পাওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে নেভিলকে। তার স্ত্রী মারলে জানান, সম্প্রতি নেভিলের হার্ট ও ব্রেনের স্ক্যান করানো হয়েছে। কিন্তু ডাক্তাররা এখনও কোনো সমস্যা ধরতে পারেননি। তিনি আরও বলেন, অনেক বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন নেভিল। সূত্র : এএফপি।
(দ্য রিপোর্ট/জেএম/শাহ/জানুয়ারি ২৭, ২০১৪)