সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ আজহারুল ইসলাম (২৮) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আজহারুল ইসলাম তালা উপজেলার ইসলামকাঠি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং ওই এলাকার সিরাজউদ্দিন সরদারের ছেলে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, গতকাল (রবিবার) ভোরে আজহারুল ইসলামকে তালা উপজেলার মাগুরার মৎস্য ঘের থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হরতাল-অবরোধে গাছ কাটা, সড়ক অবরোধ করা, বিভিন্ন সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে মাগুরা খেয়াঘাট এলাকায় পূর্ব থেকে ওতপেতে থাকা আজহারের সঙ্গীরা ইটপাটকেল, ককটেল ও গুলিবর্ষণ করে। এ সময় যৌথবাহিনী পাল্টা গুলি চালালে ‘বন্দুকযুদ্ধে’ আজহার নিহত হয়।

(দ্য রিপোর্ট/এমএম/জেএম/শাহ/জানুয়ারি ২৭, ২০১৪)