বেলুচিস্তানে গণকবরের সন্ধান
দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বেলুচিস্তানের খুজদার জেলার টুটক এলাকায় সোমবার এই গণকবরের সন্ধান পায় কর্তৃপক্ষ। জেলার উপ-কমিশনার আফজার সারপারা জানান, ধারণা করা হচ্ছে গণকবরটি এক মাসের পুরনো। তবে গণকবরের মৃতদেহের সংখ্যা তিনি জানাতে পারেননি। মৃতদেহগুলো গলে বিকৃত হয়ে যাওয়ায় চেনার কোনো উপায় নেই বলেও তিনি জানান।
অন্য একজন কর্মকর্তা জানান, ঘটনাটি খুবই অমানবিক। মৃতদেহগুলো কাদের এবং কারা তাদের হত্যা করেছে তা আমরা জানি না। মৃতদেহগুলোর অনেকটি বণ্যপ্রাণীরা খেয়ে ফেলেছে।
এ ব্যাপারে অনুসন্ধান শুরু হয়েছে বলে তিনি জানান। প্রদেশের অনেক পরিবার মৃতদেহগুলোর মধ্যে তাদের নিখোঁজ স্বজনদের খুঁজছেন বলেও তিনি জানান।
আইনশৃঙ্খলার দিক দিয়ে বেলুচিস্তানের মধ্যে খু্জদার জেলার অবস্থান সবচেয়ে নিচে। সূত্র : পিটিআই।
(দ্য রিপোর্ট/জেএম/শাহ/জানুয়ারি ২৭, ২০১৪)