তিউনিশিয়ার নতুন সংবিধান অনুমোদন
দ্য রিপোর্ট ডেস্ক : তিউনিশিয়ার নতুন সংবিধান অনুমোদন করেছে দেশটির সংসদ। সাবেক প্রেসিডেন্ট জায়িন আল আবদিন বেন আলির পতনের তিন বছর পর নতুন সংবিধান অনুমোদন করা হলো আরব বসন্তের সুতিকাগার দেশটিতে।
২১৬টি ভোটের মধ্যে ২০০ ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় এ সংবিধান অনুমোদিত হয়। রবিবার ভোটগ্রহণের পর তিউনিশিয়ার পতাকা উন্মোচন করা হয়। এ সময় সংসদ সদস্যরা পরস্পরকে আলিঙ্গন করেন।
সংসদের স্পিকার মুস্তাফা বেন জাফর বলেন, ‘এই সংবিধান নির্ভুল নয়। তবে এটা একটা ঐকমত্যের বহিঃপ্রকাশ।’
ক্ষমতাসীন আন-নেহদাহ পার্টি শুক্রবার সংবিধান অনুমোদনের জন্য ভোটগ্রহণে সম্মত হন দেশটির সংসদ সদস্যরা।
আন-নেহদাহ পার্টি ইসলামী শাসন বাতিলের বিষয়টিতে সম্মত হয়। তবে সংবিধানে দেশটির রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ইসলামকেই রাখা হয়েছে।
আন-নেহদাহ পার্টি ২০১১ সালে বেন আলির পতনের পর দেশটিতে প্রথমবার গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসে।
তবে মধ্য ইসলামপন্থী এ দলটি ধর্মনিরপেক্ষ দলগুলোর তীব্র বিরোধিতার মুখে পড়ে। আন-নেহদাহ পার্টির জঙ্গি দলগুলোর সঙ্গে যোগসাজশ আছে বলে অভিযোগ করেছে ধর্মনিরপেক্ষ দলগুলো।
একই সঙ্গে দেশটির অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় ব্যর্থ হয়েছে আন-নেহদাহ পার্টি।
রাজনীতিবিদরা আশা করছেন ইসলামপন্থী ও ধর্মনিরপেক্ষ দলগুলোর মধ্যে কয়েক মাসব্যাপী অচলাবস্থার পর নতুন সংবিধান স্থিতিশীলতা বার্তা দেবে।
এদিকে দেশটির প্রধানমন্ত্রী মেহদি জুমা জানিয়েছেন, তিনি শিগগিরই নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে যাচ্ছেন।
বর্তমানে দেশটির সংসদ সদস্যরা মূলত নির্দলীয় ও টেকনোক্র্যাট। নতুন নির্বাচনের আগ পর্যন্ত তারাই সংসদ সদস্য হিসেবে দেশ চালাবেন। তবে নতুন নির্বাচনের জন্য এখন পর্যন্ত কোনো তারিখ নির্ধারিত হয়নি। সূত্র : বিবিসি।
(দ্য রিপোর্ট/কেএন/জেএম/শাহ/জানুয়ারি ২৭, ২০১৪)