কোটচাঁদপুর ও মহেশপুরে আধাবেলা হরতাল চলছে
ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা জামায়াতের অর্থ বিষয়ক সম্পাদক এনামুল হক বিশ্বাস নিহতের প্রতিবাদে সোমবার সকাল থেকে জামায়াতের আধাবেলা হরতাল পালিত হচ্ছে। শনিবার গভীর রাতে যৌথবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোটচাঁদপুর ও মহেশপুরে হরতাল চলাকালে জামায়াত-শিবির কর্মীদের পিকেটিং বা মিছিল করতে দেখা যায়নি। স্থানীয় রুটে যান চলাচল অন্য দিনের তুলনায় কম রয়েছে। অধিকাংশ দোকানপাট খোলা রয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে মহেশপুরের বিভিন্ন স্থান থেকে দুই জামায়াত নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
মহেশপুর থানার ওসি আকরাম হোসেন দ্য রিপোর্টকে জানান, ঝিনাইদহের কোটচাঁদপুরে জামায়াত নেতা এনামুল হক বিশ্বাস নিহত হওয়ার প্রতিবাদে নাশকতার আশঙ্কায় পুলিশ সোমবার ভোরে ও রবিবার রাতে দত্তনগর, গোয়ালহুদা ও সুন্দরপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা নাসির উদ্দিন, জামায়াতকর্মী রেজাউল ইসলাম ও আইয়ুব আলীকে আটক করে।
ওসি আরও জানান, আটক জামায়াত নেতাদের বিরুদ্ধে নাশকতা, সরকারি কাজে বাধাদান, পুলিশের ওপর হামলার অভিযোগ রয়েছে।
(দ্য রিপোর্ট/আরএইচ/এএস/শাহ/জানুয়ারি ২৭, ২০১৪)