দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক কর্মকর্তা অ্যাডওয়ার্ড স্নোডেন জানিয়েছেন, মার্কিন গোপন নজরদারির তথ্য ফাঁসের জন্য তাকে হত্যা করতে চাইছে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা।

জার্মানির এআরডি টেলিভিশন চ্যানেলকে রবিবার এ কথা জানান স্নোডেন। কোনো টেলিভিশনকে দেওয়া এটাই স্নোডেনের প্রথম সাক্ষাৎকার।

সাক্ষাৎকারে স্নোডেন বলেন, এনএসএ চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলসহ জার্মানির অন্য শীর্ষ কর্মকর্তাদের ফোনেও আড়ি পেতেছে।

স্নোডেন এআরডি টেলিভিশনকে জানান, জীবনের ওপর হুমকি সত্ত্বেও তিনি শান্তিতে ঘুমাতে পারেন। কারণ তিনি মনে করেন এনএসএর কার্যক্রম সম্পর্কে মানুষকে জানিয়ে তিনি সঠিক কাজটিই করেছেন।

এআরডি টেলিভিশন জানিয়েছে, মস্কোর একটি হোটেল স্যুটে ছয় ঘণ্টাব্যাপী এ সাক্ষাৎকার দেন স্নোডেন। ওই সাক্ষাৎকারের ৪০ মিনিট প্রচার করেছে এআরডি।

সাক্ষাৎকারে স্নোডেন অভিযোগ করেছেন, এনএসএ শুধু ব্যক্তি নয়, শিল্প-প্রতিষ্ঠানগুলোর ওপরও গোপন নজরদারি করেছে।

স্নোডেন জানান, জার্মানির বড় বড় যেসব প্রতিষ্ঠান মার্কিন প্রতিষ্ঠানগুলোর প্রতিদ্বন্দ্বী, সেসব প্রতিষ্ঠানের ওপর গোপন নজরদারি করেছে এনএসএ।

গোপন নজরদারির তথ্য ফাঁস করার পর যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে আসেন স্নোডেন। বর্তমানে রাশিয়ায় সাময়িক আশ্রয়ে আছেন তিনি। সূত্র : বিবিসি, রয়টার্স।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/শাহ/জানুয়ারি ২৭, ২০১৪)