তাহিরপুরে নিখোঁজ দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার
সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জে বালুবোঝাই নৌকাডুবিতে নিখোঁজ দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছেন এলাকাবাসী। রবিবার রাত ৮টার দিকে শ্রমিক আবু সাইদ ও সোমবার দুপর পৌনে ১২টায় আয়না মিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপর পৌনে ১২টায় আয়না মিয়া নামে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার রাজনগর গ্রামের আব্দুল আলীর ছেলে। এর আগে রবিবার রাত ৮টার দিকে একই গ্রামের আবু সাইদ নামে আরেক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার রাজনগর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, এখন নৌকাটি উদ্ধারে এলাকাবাসীসহ পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, রবিবার ভোররাতে যাদুকাটা নদীর চিনারটেক এলাকায় বালুবোঝাই নৌকায় দুই শ্রমিক ঘুমিয়ে পড়েন। এ সময় নৌকায় পানি উঠে দুই শ্রমিকসহ নৌকাটি পানিতে ডুবে যায়। এতে নৌকাসহ দুই শ্রমিক নিখোঁজ হন।
(দ্য রিপোর্ট/আরএ/ইইউ/এএস/জানুয়ারি ২৭, ২০১৪)