সুনামগঞ্জে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৮
সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জে হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা ৮ আসামিকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। সোমবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানা পুলিশ দুজন, বিশ্বম্ভরপুর থানা দুজন, ছাতক দুজন, তাহিরপুর একজন ও দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ একজনকে গ্রেফতার করে।
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশিদ দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
(দ্য রিপোর্ট/আরএইচ/এএস/শাহ/জানুয়ারি ২৭, ২০১৪)