অপহরণের ৩৬ ঘণ্টা পরও খোঁজ মেলেনি ভারতের চার কর্মকর্তার
দ্য রিপোর্ট ডেস্ক : অপহরণের ৩৬ ঘণ্টা পরও কোনো খোঁজ মেলেনি ভারতের চার সরকারি কর্মকর্তার। ঝাড়খান্ড প্রদেশের গিরিদিহ জেলা থেকে তাদের অপহরণ করা হয়।
ধারণা করা হচ্ছে নকশালপন্থী মাওবাদী বিদ্রোহীরাই ওই কর্মকর্তাদের অপহরণ করেছে। জেলা প্রশাসন জানায়, অপহরণকারীরা তাদের মুক্তির জন্য এখনও কোনো মুক্তিপণ দাবি করেনি।
জেলা পুলিশ ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ যৌথভাবে অপহৃতদের খোঁজে রবিবার থেকে অভিযান শুরু করেছে।
এদিকে অপহৃতদের ছাড়িয়ে আনতে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে গিরিদিহ জেলার সরকারি কর্মকর্তারা অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকার হুমকি দিয়েছেন। সূত্র : এনডিটিভি
(দ্য রিপোর্ট/এমএটি/শাহ/জানুয়ারি ২৭, ২০১৪)