দ্য রিপোর্ট ডেস্ক : উত্তর কোরিয়ার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধান কিম জন উন তার ফুফা জাং সং থায়েকের সন্তান-সন্ততি ও আত্মীয়স্বজনসহ পুরো পরিবারকেই হত্যা করেছেন। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

তাদের মধ্যে জাং সং থায়েকের বোন, বোনের স্বামী, ভাগ্নে ও জাংয়ের দুই ছেলে রয়েছে বলে সূত্র জানিয়েছে।

সেনাবাহিনীর সাবেক জেনারেল জাং সং থায়েক এক সময় কিমের ওপর বেশ প্রভাব বিস্তার করেছিলেন। তিনি কিমের বাবা কিম জং ইলের বড় বোনকে বিয়ে করেছিলেন।

কিম জন উনের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতদ্বন্দ্বের জেরে গত বছরের ডিসেম্বরে জাং সং থায়েককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সূত্র : আল জাজিরা


(দ্য রিপোর্ট/এমএটি/কেএন/শাহ/জানুয়ারি ২৭, ২০১৪)