কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তানভীর মোকাম্মেল আমন্ত্রিত
দিরিপোর্ট২৪ ডেস্ক : ১৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিচালক তানভীর মোকাম্মেল আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া উৎসবে তানভীর মোকাম্মেল পরিচালিত ‘১৯৭১’ প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হবে।
১১ নভেম্বর উৎসবের প্রামাণ্যচিত্র বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকতে ও বক্তব্য রাখার জন্যে চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেলকে অনুরোধ জানানো হয়েছে। ১৭ নভেম্বর উৎসবের সমাপনী দিনে প্রামাণ্যচিত্র ‘১৯৭১’ প্রদর্শিত হবে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষদিনের অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
তানভীর মোকাম্মেল ১০ নভেম্বর কলকাতায় যাবেন ও ২০ নভেম্বর দেশে ফিরবেন।
(দিরিপোর্ট২৪/ওস/এমসি/জেএম/নভেম্বর ০২, ২০১৩)