বরিশাল সংবাদদাতা : বরিশাল র‌্যাব-৮ সিপিএসসির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ মো. আনোয়ার হোসেনকে (৬২) আটক করে। এ সময় একটি দেশি তৈরি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ বরিবার রাত ১১টায় তাকে আটক করা হয়।

আটক মো. আনোয়ার হোসেন ওরফে আয়নাল হক ঝালকাঠি সদর থানার রাজপাশা গ্রামের মৃত শেখ মোখছে উদ্দিনের ছেলে।

র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম দ্য রিপোর্টকে জানান, নলছিটি থানার দপদপিয়া ফেরিঘাট এলাকার মাহফুজ খানের বাড়ির সামনে নদীরপাড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/বিএস/এফএস/এএস/শাহ/জানুয়ারি ২৭, ২০১৪)