দ্য রিপোর্ট ডেস্ক: সোমলিয়ায় আল-শাবারের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা এ খবর জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, সোমালিয়ার দক্ষিণাঞ্চলে রবিবার ওই হামলা চালানো হয়। তবে কাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে এবং হামলা সফল হয়েছে কি না এ ব্যাপারে বিস্তারিত জানাননি তিনি।

নাম প্রকাশ না করার শর্তে আরেক মার্কিন কর্মকর্তা জানান, সোমালিয়ার জনবিচ্ছিন্ন বারাওয়ে এলাকায় এ হামলা চালানো হয়েছে।

সোমালিয়ার দক্ষিণ উপকূলীয় অঞ্চলে অবস্থিত বারাওয়ে আল-শাবারের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। গত বছরের অক্টোবর মাসে সেখানে ইকরিমা গোষ্ঠীর ওপর ব্যর্থ হামলা চালিয়েছিল মার্কিন কমান্ডো বাহিনী।

সোমালিয়ার ইসলামী শরিয়া আইন প্রচলনের জন্য আল-শাবাব আফ্রিকান ইউনিয়নের সেনাদের সঙ্গে লড়াই চালিয়ে আসছে। গত বছরের সেপ্টেম্বরে কেনিয়ার নাইরোবিতে আল-শাবারের হামলায় কমপক্ষে ৬৭ জন নিহত হয়। সূত্র: রযটার্স, এএফপি

(দ্য রিপোর্ট/ কেএন/ জানুয়ারি ২৭, ২০১৪)