বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের রামপালে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১০টার দিকে রামপাল উপজেলার খুলনা-মংলা মহাসড়কের ভরসাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাটাখালী হাইওয়ে পুলিশের ওসি আব্দুল মান্নান জানান, মংলা থেকে খুলনাগামী সিমেন্ট ভর্তি একটি ট্রাক ভাড়ায় চালিত মংলাগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী আহত হন।

হাসপাতালে নেওয়ার পথে দু’জন মারা যান। আহত অপরজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সাড়ে ১০টার দিকে মারা যান।

তিনি আরও জানান, মোটরসাইকেল চালক ছাড়া বাকি যাত্রী দু’জনের পরিচয় জানা যায়নি। চালকের নাম আরিফ (২৫)। তিনি ফকিরহাটের মাসকাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

নিহতদের মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলে ওসি জানান।

(দ্য রিপোর্ট/এএস/এএস/সা/জানুয়ারি ২৭, ২০১৪)