দ্য রিপোর্ট ডেস্ক : লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহৃত পাঁচ মিসরীয় কূটনীতিক ও এক দূতাবাস কর্মকর্তাকে রবিবার মুক্তি দেওয়া হয়েছে। লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে উৎখাতে নেতৃত্ব দেওয়া বিদ্রোহী কমান্ডার সাবান হাদিয়ার মুক্তির বিনিময়ে মিসরীয় কূটনীতিকদের মুক্তি দিয়েছে অপহরণকারীরা।

এর আগে, মিসরের বন্দরনগরী আলেকজান্দ্রিয়া থেকে সাবান হাদিয়া ওরফে আবু ওবায়দাকে গ্রেফতার করে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপর সাবানের অনুসারীরা মিসরের কূটনীতিকদের অপহরণ করে। পরে কূটনীতিকদের মুক্তিপণ হিসেবে দুবাইভিত্তিক আল আরাবিয়া টিভি চ্যানেলের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে সাবানের মুক্তি দাবি করে।

সাবান হাদিয়া ‘অপারেশনস রুম ফর লিবিয়ান রেভ্যুলশনারিস’ নামক একটি বিদ্রোহী সংগঠনের কমান্ডার ছিলেন। সংগঠনটি ২০১১ সালে লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে লড়াই করা বিদ্রোহী সংগঠনগুলোর অন্যতম।

এদিকে ওই অপহরণের ঘটনার পর লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অবস্থিত দূতাবাস ও বেনগাজিতে অবস্থিত কনস্যুলেট থেকে কর্মীদের সরিয়ে ‍নিতে বাধ্য হয় মিসর। (সূত্র: আল জাজিরা)

(দ্য রিপোর্ট/এমএটি/কেএন/সা/জানুয়ারি ২৭, ২০১৪)