নওগাঁ সংবাদদাতা : নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে নওগাঁ শহরের চার শতাধিক দুস্থ ও শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোহাম্মদ আলী দ্বীন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস তুহিন রেজা, সহ-সভাপতি আলহাজ নূরুল ইসলাম, বিভাষ কুমার মজুমদার গোপাল, সালাউদ্দীন খান টিপু, মাহমুদ মোল্লা আপেল, সুবল শাহ, চেম্বার সচিব কামরুজ্জামান প্রমুখ।

(দ্য রিপোর্ট/বিএআর/ইইউ/এএস/আরকে/জানুয়ারি ২৭, ২০১৪)