বরিশালে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী
বরিশাল সংবাদদাতা : উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিয়ের কবল থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণীর ছাত্রী মুক্তার রায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদার রবিবার রাত ৮টার দিকে মুক্তার বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন।
ভ্যানচালক পরিমল রায়ের মেয়ে মুক্তা। সে বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির ছাত্রী।
স্থানীয়রা জানান, দক্ষিণ গৈলা গ্রামের নরেন বাড়ৈর ছেলে কালু বাড়ৈর সঙ্গে রবিবার রাতে বিয়ের দিন ছিল। রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল কালাম তালুকদার থানা পুলিশ নিয়ে মুক্তার বাড়িতে উপস্থিত হন। এ সময় বাড়ি থেকে মুক্তার বাবাসহ অন্যরা পালিয়ে যায়। ম্যাজিস্ট্রেট মুক্তার বাবার অনুপস্থিতিতেই তাকে ১৫ দিনের কারাদণ্ড অনাদায়ের এক হাজার টাকা জরিমানা করেন। পরে পরিমল রায়ের পক্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিপুল দাস জরিমানার টাকা প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল কালাম তালুকদার জানান, প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মুক্তাকে বিয়ে না দেওয়ার মুচলেকা দিয়ে মুক্তার মাসহ স্থানীয়রা বিয়ে বন্ধ করে দেন।
(দ্য রিপোর্ট/বিএস/এফএস/এএস/আরকে/জানুয়ারি ২৭, ২০১৪)