পরিচালকদের দোষ দিলেন স্বাগতা
দ্য রিপোর্ট প্রতিবেদক : অনেক পরিচালক আছে, যাকে তাকে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দেয়। যারা অ্যাকটিং পারে না। এমন কারও সঙ্গে আমি কাজ করতে চাই না-কথাটুকু বললেন এ সময়ের তরুণ অভিনেত্রী স্বাগতা।
নাটক নিয়েই বর্তমান ব্যস্ততা জিনাত শানু স্বাগতার। বিভিন্ন চ্যানেলে তার অভিনীত পাঁচটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। দ্য রিপোর্টকে বললেন, ‘বর্তমানে বদরুল আনাম সৌদ, মাতিয়া বানু শুকু, সৈয়দ আওলাদের সঙ্গে কাজ করছি। সামনে গৌতম কৈরির সঙ্গে কাজ করার সম্ভাবনা আছে। কাজের ব্যাপারে আমি পরিচিত পরিচালক ও অভিনয়শিল্পীদের সঙ্গে অভিনয় করতে পছন্দ করি। আসলে অ্যাক্টর না থাকলে আমি কাজ করি না। এটা প্রথম থেকেই মেইনটেইন করছি।’
তিনি আরও বলেন, ‘এমন অনেক নাটক দেখেছি যে, একজন অ্যাক্টর থাকে। বাকি সব নন অ্যাক্টর। আরে একটা ছেলেকে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দিলেই তো সে অ্যাক্টিং করবে না। তার ন্যূনতম গ্রুমিং লাগছে। এই ক্ষেত্রে তার সম্পর্কে ধারণা লাগবে। তাই আমি বেছে বেছে এমন পরিচালকের সঙ্গে কাজ করি, যারা অভিনয়শিল্পীদের নেন। এতে করে আমি অনেক সিনিয়র শিল্পীদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি। এটা আমার জন্য অনেক বড় সুযোগ।’
(দ্য রিপোর্ট/আইএফ/আরকে/জানুয়ারি ২৭, ২০১৪)