জিমন্যাস্ট ও জাদুকরের চরিত্রে আমির
দিরিপোর্ট২৪ ডেস্ক : আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বিগ বাজেটের ‘ধুম থ্রি’। এ ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন আমির খান। ভক্তদের জন্য এটি হবে নতুন চমক। এছাড়ও ‘ধুম থ্রি’তে তাকে দেখা যাবে একজন জিমন্যাস্ট এবং জাদুকর হিসেবে। জি মিডিয়া ব্যুরো জানিয়েছে, প্রথমবারের মতো খলচরিত্রে অভিনয় করতে যাচ্ছেন আমির।
এই সিনেমার জন্য আমিরের নিতে হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ প্রসঙ্গে আমির বলেছেন, ‘২৫ বছরের ফিল্মি ক্যারিয়ারে এ রকম কোনো চরিত্রে অভিনয় করিনি। এটি যেমন ছিল কষ্টসাধ্য, তেমনই ভিন্নধর্মী। আমার মনে হয় ‘ধুম থ্রি’র চরিত্রটি হলো আমার এখন পর্যন্ত অভিনীত সবচেয়ে কঠিন চরিত্র। আমি এরকম কোনো চরিত্রে আগে কখনও অভিনয় করিনি।’
নিজের প্রস্তুতি সম্পর্কে আমির বলেন, ‘আমি সিনেমায় একজন জিমন্যাস্টের ভূমিকায় অভিনয় করেছি। এই সিনেমার জন্য আমার সার্কাসের প্রশিক্ষণ নিতে হয়েছে। অনেক কঠিন ডায়েটের মধ্য দিয়ে যেতে হয়েছে।’
তবে বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ‘ধুম থ্রি’ সিনেমায় তার চরিত্রটি সাধারণ কোনো ভিলেনের নয় বলে জানালেন আমির।
ধুম থ্রি’তে আরো অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, অভিষেক বচ্চন ও উদয় চোপড়া।
(দিরিপোর্ট২৪/ওএস/এমসি/জেএম/নভেম্বর ০২, ২০১৩)