সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে কম্বল বিতরণ করেছে রেডক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিট। সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন চত্বরে সোমবার সকাল ১১টায় এ কম্বল বিতরণ করা হয়।

জেলা রেডক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সাধারণ সম্পাদক শেখ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। এ সময় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা সদর ও তালা উপজেলার ৩১৫টি পরিবারের মধ্যে ৬৩০টি কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে রেডক্রিসেন্ট ইউনিটের নির্বাহী সদস্যরা ও যুব রেডক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমআর/এফএস/এএস/সা/জানুয়ারি ২৭, ২০১৪)