গোধূলির আমন্ত্রণে বন্যা মির্জা
দ্য রিপোর্ট প্রতিবেদক : তারকা নির্ভর টক শো ‘গোধূলীর আমন্ত্রণে’ এবারের অতিথি বন্যা মির্জা। চ্যানেল নাইনে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দর্শক দেখতে পাবে তাকে।
এই আয়োজনে থাকছে বন্যার সঙ্গে আড্ডা ও আলাপচারিতা। অনুষ্ঠানে তিনি দর্শকের কাছে তুলে ধরবেন তার কর্মজীবনের বর্তমান অবস্থা, ব্যক্তিগত অজানা প্রসঙ্গসহ সমসাময়িক বাস্তবতা এবং দেশ নিয়ে ভাবনার কথা। পাশাপাশি থাকছে চ্যানেল নাইনে ওই দিন প্রচারিত অন্যান্য আয়োজনের হাইলাইটস।
রানা ইসলামের পরিচালনায় এরই মধ্যে অনুষ্ঠানটির প্রায় ১৬টি পর্ব ধারণের কাজ শেষ হয়েছে। পরবর্তী শুটিং শুরু হবে এ মাসের শেষ সপ্তাহে। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন নাইলা।
(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/সা/জানুয়ারি ২৭, ২০১৪)