ঐশ্বরিয়ার জন্মদিনে আরাধ্যর শুভেচ্ছা
দিরিপোর্ট২৪ ডেস্ক : ১৯৭৩ সালের এই দিনে ভারতের কর্ণাটক রাজ্যের বাঙ্গালারে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন জন্মগ্রহণ করেন। শুক্রবার ছিল ঐশ্বরিয়ার ৪০তম জন্মদিন। ঐশ্বরিয়া বলেন, ‘আরাধ্য কাল মধ্যরাতে আমাকে শুভ জন্মদিনের গানটি শুনিয়েছে তবে তার নাম দিয়ে। সে আমাকে শুভ জন্মদিন মামা বলেছে। এটা আমার জন্য খুবই সুখের।’
ঐশ্বরিয়া নিজের জন্মদিনটি পালন করেছেন শ্বশুরবাড়িতে। শ্বশুর অমিতাভ বচ্চন, শাশুড়ি জয়া, স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যকে সঙ্গে নিয়ে কেক কাটেন।
(দিরিপোর্ট২৪/ওএস/এমসি/জেএম/নভেম্বর ০২, ২০১৩)