ফিলিপাইনে মুসলিম বিদ্রোহীদের বিরুদ্ধে সেনা অভিযান
দ্য রিপোর্ট ডেস্ক : ফিলিপাইনে বাংসামরো ইসলামিক ফ্রিডম ফাইটারস (বিআইএফএফ) নামে মুসলিম বিদ্রোহীদের একটি ক্ষুদ্র গোষ্ঠীর বিরুদ্ধে বড় ধরনের ক্র্যাকডাউন অভিযান শুরু করেছে দেশটির সামরিক বাহিনী।
দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ের এক প্রত্যন্ত গ্রাম থেকে সোমবার এ অভিযান শুরু করা হয়।
কয়েক দশক ধরে চলা বিদ্রোহের অবসান ঘটাতে দেশটির প্রধান মুসলিম বিদ্রোহী গোষ্ঠী মরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (এমআইএলএফ) সঙ্গে দুই দিনব্যাপী এক আলোচনা শেষে এ অভিযানে নামল ফিলিপাইনের সেনাবাহিনী।
২০০৮ সালে বিআইএফএফ ফিলিপাইন সরকারের সঙ্গে সমঝোতার ইস্যুতে বিরোধের জের ধরে প্রধান বিদ্রোহী সংগঠন এমআইএলএফ থেকে আলাদা হয়ে যায়।
এদিকে এমআইএলএফ ফিলিপাইন সরকারের সঙ্গে একটি চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। রবিবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত এক সংলাপে একটি চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষর করতে একমত হয়েছে উভয় পক্ষ।
চুক্তি অনুযায়ী পূর্ণ স্বায়ত্তশাসনের বিনিময়ে এমআইএলএফ অস্ত্র ছেড়ে করে শান্তির পথে ফিরে আসবে। চুক্তিতে মুসলিমদের বিদ্যমান পাঁচটি স্বায়ত্তশাসিত প্রদেশের সঙ্গে আরও কয়েকটি প্রদেশকে যুক্ত করে বাংসামরো নামে আরও বড় এবং শক্তিশালী একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্র গঠন করা হবে। সূত্র: আল জাজিরা
(দ্য রিপোর্ট ডেস্ক/এমএটি/সা/জানুয়ারি ২৭, ২০১৪)