বগুড়া সংবাদদাতা : বগুড়ার ১২টি থানায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক ১৭৮ আসামিকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ১৯ দলীয় জোটের নেতা, কর্মী ও সমর্থকরা আছেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন সময়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলার আসামিদের রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমএইচও/এমএআর/জানুয়ারি ২৭, ২০১৪)