সিলেট অফিস : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ভাঙচুরের ঘটনায় শিবিরের ৬৭ জনের নাম উল্লেখ করে প্রায় আড়াই শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন ও এসএমপির জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

উল্লেখ্য, রবিবার বিকেলে শাবি ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় শিবিরকর্মীরা ব্যাপক গাড়ি ভাঙচুর করে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাঙচুর চালায় শিবিরকর্মীরা।

ওই ভাঙচুর ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগ এনে রবিবার রাতে শিবিরের সভাপতি- সাধারণ সম্পাদকসহ আড়াই শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা দু’টি দায়ের করা হয়।

(দ্য রিপোর্ট/এমজে/এনডিএস/জানুয়ারি ২৭, ২০১৪)