রংপুরে যুবকের মৃতদেহ উদ্ধার
রংপুর সংবাদদাতা : রংপুরে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মহানগরীর সুলতান মোড় এলাকা থেকে সোমবার দুপুরে ওই মৃতদেহ উদ্ধার করা হয়।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিলানী দ্য রিপোর্টকে জানান, ‘স্থানীয়রা অর্ধেক পুঁতে রাখা মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, যুবকের নাম ও পরিচয় কিছুই জানা যায়নি।
(দ্য রিপোর্ট/আরএইচ/এমএইচও/এমএআর/জানুয়ারি ২৭, ২০১৪)