দ্য রিপোর্ট প্রতিবেদক: বিদ্যুৎ ও জ্বালানী খাতের যমুনা অয়েল অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্ধ বার্ষিক (জুলাই’১৩-ডিসেম্বর’১৩) আর্থিক প্রতিবেদন অনুযায়ী যমুনা অয়েলের কর পরবর্তী মুনাফা হয়েছে ৮৪ কোটি ৮১ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ৯.২৯ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৭৩ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকা এবং ৮.০৭ টাকা।

তবে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর অর্থ বছরের জন্য প্রস্তাবিত ১০ শতাংশ বোনাস শেয়ারের হিসেবে শেয়ারপ্রতি আয় হবে ৮.৪৫ টাকা। একই হিসেবে যা আগের বছরের একই সময়ে হবে ৭.৩৪ টাকা।

বিগত তিন মাসের (অক্টোবর’১৩-ডিসেম্বর’১৩) হিসেবে এ কোম্পানির কর পরবর্তী মুনাফা হবে ৩৩ কোটি ৬৪ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হবে ৩.৬৯ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৩১ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকা এবং ৩.৪৪ টাকা।

তবে প্রস্তাবিত ১০ শতাংশ বোনাস শেয়ারের হিসেবে গত তিন মাসে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় হবে ৩.৩৫ টাকা। একই হিসেবে যা আগের বছরের একই সময়ে হবে ৩.১৩ টাকা।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/জানুয়ারি ২৭, ২০১৪)