আমীর খসরুর বাবার ইন্তেকাল
পিরোজপুর সংবাদদাতা : ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি আমীর খসরুর বাবা পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হালিম হাওলাদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহির রাজিউন)।
ঢাকায় অবস্থানকালে রবিবার রাতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
সোমবার বাদ আছর পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে পিরোজপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।
(দ্য রিপোর্ট/এফআইবি/এফএস/এমএআর/আরকে/জানুয়ারি ২৭, ২০১৪)