হাতিয়ায় ২০ মণ জাটকা উদ্ধার
নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর হাতিয়া উপজেলার চর বগুলা খালে অভিযান চালিয়ে ২০ মণ জাটকা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড হাতিয়া তমরুদ্দি শাখা। তবে এ সময় ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
জাটকাগুলো সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উদ্ধার করা হয়।
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফারুক ময়েদুজ্জামান দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে উপজেলার চরকিং ইউনিয়নের চর বগুলা খালে অভিযান চালালে জেলেরা নৌকার মধ্যে জাটকা মাছগুলো রেখে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড ফেলে যাওয়া নৌকা থেকে ২০ মণ জাটকা উদ্ধার করে।
উদ্ধার করা জাটকাগুলো এতিমখানাসহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী, দরিদ্র ও দুঃস্থ লোকদের মাঝে বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
(দ্য রিপোর্ট/এইউএম/এমএইচও/এসকে/আরকে/জানুয়ারি ২৭, ২০১৪)