দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোমবার সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় পরিসংখ্যান, প্রাণ-পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শাহরিয়ার জামান এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র বদরুল আলম যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন।

রানার্স-আপ হয়েছেন গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবদুল হান্নান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন বিজয়ীদের পুরস্কৃত করেছেন। এর আগে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেছেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন।

এ সময় হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামসহ হলের আবাসিক শিক্ষক এবং শারীরিক শিক্ষা কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এএস/সিজি/সা/জানুয়ারি ২৭, ২০১৪)