নলছিটিতে অস্ত্র ও গুলিসহ আটক ১
ঝালকাঠি সংবাদদাতা : জেলার নলছিটিতে অস্ত্র ও গুলিসহ শেখ আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। উপজেলার দপদপিয়া এলাকা থেকে রবিবার রাত ১২টার দিকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র্যাব-৮ এর একটি দল দপদপিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ আনোয়ার হোসেনকে আটক করে।
আনোয়ার হোসেন বরিশালের দরগাবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন। সে ঝালকাঠির শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামের শেখ মোখলেস উদ্দিনের ছেলে। সোমবার সকালে তাকে নলছিটি থানায় সোপর্দ করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজেডএম মাসুদুজ্জামান দ্য রিপোর্টকে জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে বরিশাল র্যাব-৮ এর ডিএডি রুহুল আমিন বাদী হয়ে নলছিটি থানায় অস্ত্র আইনে ১৯(ক) ধারায় একটি মামলা (নং-১৩) দায়ের করেন।
(দ্য রিপোর্ট/এসএমআর/এমএইচও/এসকে/আরকে/জানুয়ারি ২৭, ২০১৪)