দ্য রিপোর্ট প্রতিবেদক : চারদলীয় জোট সরকারের সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে দুদকের করা মামলায় খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছে আপিল বিভাগ।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মো. খুরশীদ আলম খান। ইকবাল হাসান মাহমুদের পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।

আদেশের পরে খুরশীদ আলম খান জানান, হাইকোর্ট ইকবাল হাসানকে খালাস দেওয়ার পর আমরা লিভ টু আপিল করি। সোমবার এ আবেদনের নিষ্পত্তি করে হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় হাইকোর্টে এ মামলার শুনানি করার জন্য আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

এর আগে ২০১১ সালের ১৬ জুন ২ কোটি ৫৭ লাখ ১৪ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের কারণে দুদকের দায়ের করা মামলায় হাইকোর্ট ইকবাল হাসান মাহমুদকে খালাস দেয়।

২০০৭ সালের ২১ মার্চ মোহাম্মদপুর থানায় দুদক ইকবাল হাসানের বিরুদ্ধে একটি মামলা করে। একই বছরের ১৫ নভেম্বর বিশেষ জজ আদালত তাকে ৯ বছরের সাজা দেন।

পরে তিনি হাইকোর্টে আপিল করার পর ২০১১ সালের ১৬ জুন তাকে খালাস দিয়ে আদেশ দেয় হাইকোর্ট।

এরপর এ রায়ের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করলে সোমবার আপিল বিভাগ উক্ত আদেশ দেয়।

(দ্য রিপোর্ট/এসএ/এপি/এনআই/জানুয়ারি ২৭, ২০১৪)