ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগে সাইবার হামলা
দ্য রিপোর্ট ডেস্ক : ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগের কম্পিউটারে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। ফিলিস্তিনের পশ্চিমতীরে বসতি স্থাপন পর্যবেক্ষণে ব্যবহৃত প্রতিরক্ষা বিভাগের কম্পিউটারটি সোমবার হ্যাকড হয়েছে বলে জানিয়েছে দেশটির ডাটা প্রটেকশন বিশেষজ্ঞরা।
ইসরায়েলের সাইবার সিকিউরিটি ফার্ম সেকুলার্ট’র প্রধান প্রযুক্তি কর্মকর্তা আভিভ রাফ্ফ আর্মি রেডিওকে জানান, চলতি মাসের শুরুতে নিরাপত্তা প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি কোম্পানির কম্পিউটারে কয়েকটি মেইল পাঠানো হয়। কম্পিউটারগুলোতে ওই মেইল খোলা হলেই তাতে ট্রোজান হর্স নামে একটি ভাইরাস ঢুকে যায়। যা কম্পিউটারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম।’ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে তিনি জানান, হামলার শিকার কম্পিউটারগুলোর একটি প্রতিরক্ষা বিভাগের কাজে নিয়োজিত ছিল।
ঠিক কোথা থেকে এ হামলা হয়েছে তা এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন তিনি। তবে এ হামলা সম্ভবত গাজা এলাকা থেকে করা হয়েছে এবং এতে প্রায় ১৫টি কম্পিউটারকে টার্গেট করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
হামলার শিকার কম্পিউটারগুলো সম্পূর্ণ হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায় এবং এর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তাদের হাতে চলে গেছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।
(দ্য রিপোর্ট/এআইএম/এসকে/আরকে/জানুয়ারি ২৭, ২০১৪)