সিরাজগঞ্জ সংবাদদাতা : জেলার উল্লাপাড়া উপজেলায় বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে নাঈম ইসলাম (১১) নামে এক ছাত্র মারা গেছে। নাঈম উল্লপাড়া কয়ড়া চরপাড়া গ্রামের আব্দুল মতিয়ার রহমান ছেলে। সে ভেংড়ী দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা দ্য রিপোর্টকে জানান, রবিবার বিকেলে সাইকেল নিয়ে নাঈম মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঘাতক ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহতাবস্থায় তাকে এনায়েতপুর হাসপাতালে নেওয়া হলে সোমবার ভোরে তার মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/আরএ/এমএইচও/এনডিএস/আরকে/জানুয়ারি ২৭, ২০১৪)