দ্য রিপোর্ট ডেস্ক : লটারিতে পাওয়া ৩ লাখ ৩০ হাজার পাউন্ড টয়েলেটে ফেলে দিয়েছেন জার্মানির ৬৩ বছর বয়সী এক বৃদ্ধা! মাতাল অবস্থায় তিনি ওই পাউন্ডগুলোকে ছিঁড়ে টুকরো টুকরো করেন। তারপর তা টয়লেটে ফেলে পানির সঙ্গে ভাসিয়ে দেন। খবর এনডিটিভির।

জার্মানির ইসেন শহরের এঞ্জেলা মেইয়ার নামে ওই বৃদ্ধা দেশটির জাতীয় লটারিতে ওই ৩ লাখ ৩০ হাজার পাউন্ড (৫ লাখ ৪৬ হাজার ইউএস ডলার) জিতেছিলেন।

লটারি জয় উপলক্ষে ইসেনের একটি আদালত মেইয়ারকে একটি কেয়ার সেন্টারে তার মৃত স্বামীর চিকিৎসা খরচের দায় পরিশোধের অনুরোধ জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, মাতাল অবস্থায় মেইয়ার বিলটি দেখে ক্ষেপে যান। এ সময় তিনি তার স্বামীর দায় পরিশোধের পরিবর্তে পাউন্ডগুলো ছিঁড়ে টয়লেটের পানির সঙ্গে ভাসিয়ে দেন।

মেইয়ার হয়তবা বিল না দিয়েই এ রকম একটি গল্প তৈরি করতে পারতেন কিন্তু তা আদলতে প্রমাণ করা বেশ কঠিন হত।

এর আগে তিনি আদালতের সামনে ওই কেয়ার সেন্টারের বিল পরিশোধ করতে সম্মত হয়েছিলেন।

(দ্য রিপোর্ট/এআইএম/এসকে/আরকে/জানুয়ারি ২৭, ২০১৪)