১৫০টি চিত্রকর্মের খোঁজে ফিলিপাইন সরকার
দ্য রিপোর্ট ডেস্ক : ফিলিপাইনের সরকার হারিয়ে যাওয়া ১৫০টি চিত্রকর্ম খুঁজে বের করার চেষ্টা করছে বলে জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা। এ সব চিত্রকর্মগুলোর মধ্যে ভ্যানগর্গ, রেমব্র্যান্ট ও মাইকেল এঞ্জেলোর চিত্রকর্মও রয়েছে। ফিলিপাইনের সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসের সংগ্রহশালায় এগুলো সংরক্ষিত ছিল। খবর এনডিটিভির।
আন্দ্রেস বাতিস্তা নামের ওই কর্মকর্তা সোমবার জানান, ১৯৮৬ সালের ‘পিপল পাওয়ার’ বিপ্লবের মধ্যে দিয়ে সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসকে ক্ষমতাচ্যুত করে স্বপরিবারে হাওয়াই দ্বীপে নির্বাসন দেওয়া হয়। ওই সময় তার স্ত্রী ইমেলদা মার্কোসের সংগ্রহশালায় থাকায় বেশকিছু মূল্যবান চিত্রকর্ম চুরি হয়ে যায়।
তিনি জানান, ইতোমধ্যে ১৯৮৬ সালের পর বিভিন্ন নথিপত্র ঘাঁটাঘাঁটি করে হারিয়ে যাওয়া চিত্রকর্মগুলোর একটি তালিকা তৈরি করা হয়েছে।
প্রয়োজনীয় অর্থের অভাবে সুষ্ঠুভাবে অনুসন্ধান চালানো সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।
(দ্য রিপোর্ট/এআইএম/এসকে/আরকে/জানুয়ারি ২৭, ২০১৪)