দ্য রিপোর্ট প্রতিবেদক : উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৫১ প্রার্থীকে বৈধ বলে মনোনীত করা হয়েছে। এ ছাড়া ভাইস-চেয়ারম্যান পদে ৬১২ ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩৫৭ প্রার্থীকে বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মনোনয়নপত্র বাছাইয়ের দিন ছিল সোমবার। এ ছাড়া ৪১ চেয়ারম্যান, ৪৮ ভাইস-চেয়ারম্যান ও ২৩ মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

১৯ জানুয়ারি ১০২টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এর মধ্যে সীমানা জটিলতার কারণে রংপুর সদর, গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছায় নির্বাচন স্থগিত করা হয়। এর বাইরে পীরগঞ্জের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয় ২৪ ফেব্রুয়ারি।

প্রথম দফায় ৯৭ উপজেলায় ভোট গ্রহণ হবে ১৯ ফেব্রুয়ারি।

উপজেলা পরিষদে চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান- এ তিনটি পদে সরাসরি ভোট গ্রহণ হয়ে থাকে।

(দ্য রিপোর্ট/এমএস/এমএআর/আরকে/জানুয়ারি ২৭, ২০১৪)