সব উত্তর মিলবে দুবাইয়ে
দ্য রিপোর্ট প্রতিবেদক : ক্রিকেটপ্রেমীদের চোখজুড়ে এখন শুধু ভাসছে দুবাই। কি হবে সেখানে! আগামী ২৮-২৯ জানুয়ারি আইসিসির সভা। ওই সভাতেই নির্ধারিত হবে বাংলাদেশের ভাগ্য। যদি খসড়া প্রস্তাব অনুমোদন হয়েই যায় তবে চলতি টেস্ট সিরিজ অনেক দিন স্মরণীয় হয়ে থাকবে। কারণ দ্বিস্তরের ক্রিকেটে আগামী ৪ বছর বাংলাদেশের টেস্ট খেলার সুযোগ থাকছে না। কি হচ্ছে; তার সব উত্তর পাওয়া যাবে দুবাইয়ের সভায়। সোমবার ঢাকা টেস্টের প্রথম দিন শেষে যা মনে হয়েছে; বেজায় একাট্টা তিন জমিদার!
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), ইংল্যান্ড এন্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জোটবদ্ধ হয়ে দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট ক্রিকেট প্রবর্তনের হঠকারী ফর্মূলা যখন উদ্ভাবন করেছে। আইসিসির বোর্ড সভায় এই প্রস্তাব নিয়ে আলোচনা এবং ভোটাভুটি হওয়ার কথা ২৮ ও ২৯ জানুয়ারি, তখন এই ৩ জমিদারদের প্রতিনিধি তিন ম্যাচ অফিসিয়াল পরিচালনা করছেন ঢাকা টেস্ট! টেস্ট অধিকার টিকিয়ে রাখার সংগ্রামে যখন পারফরর্ম করে ওই ৩ জমিদারকে জবাব দেয়ার পণ হিসেবে বেছে নিয়েছেন মুশফিকরা; তখন ৩ জমিদারের প্রতিনিধি ২ আম্পায়ার ইংল্যান্ডের নাইজেল লং, অস্ট্রেলিয়ার পল রাইফেলের বাজে আম্পায়ারিং আইসিসি’র ফিন্যান্স এন্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটির প্রস্তাবের পক্ষ নিয়েছে! মার্শাল আইয়ুবের এলবিডাব্লু, কিংবা নাসিরের কট বিহাইন্ডের দৃশ্যটি টিভি রিপ্লেতে দেখলে বিষয়টি পরিস্কার হবে। ম্যাথিউজের হাঁটু সমান উঁচু এঙ্গেল ডেলিভারিটি যেখানে মিস করার কথা লেগ স্ট্যাম্প, সেখানে আপিলের সঙ্গে সঙ্গে এলবিডাব্লুর রায়! এরাঙ্গার শর্টপিচড বলে ডাক করতে পারেননি নাসির, তবে ওই বলটি কিন্তু ব্যাট কিংবা গ্লাভস, কোথাও স্পর্শ করেনি! তারপরও নাসির কট বিহাইন্ড! এই ২টি আউট বিতর্কিত, কোড অব কন্ডাক্টের কারণে তা মুখফুটে বলতে না পারলেও সাকিব নিজেও সন্দিহান আউট দু’টি নিয়ে, ‘রিপ্লে দেখার পর এমন কিছুই মনে হয়েছে। নাসির বলেছে বলটি ওর হাতে লেগেছে। তবে এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারি না।’ আর সব শেষ কথা, এই ম্যাচের ম্যাচ রেফারিও জমিদারের পরিবারের; জাভাগাল শ্রীনাথ। ফলে তারও কিছুই বলার থাকছে না।
(দ্য রিপোর্ট/এএস/ওআইসি/জানুয়ারি ২৪, ২০১৪)