চাটখিলে সংঘর্ষে আহত ১০
নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখোলা ইউনিয়নের সানোখালী গ্রামে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ সাতজন আহত হয়েছেন। সোমবার দুপুরের ২টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বেলাল, ইব্রাহিম, জাহানারা, মনোয়ারা বেগম, এরশাদ, খোকন ও নুরুল হুদা।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য রিপোর্টকে জানান, ঘটনায় জয়নাল আবেদীন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার নোয়াখোলা ইউপির সানোখালী গ্রামের শামছুল আলম ও জয়নাল আবেদীন খোকনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে উভয় পক্ষের সম্মতিক্রমে সোমবার দুপুরে সালিশ বৈঠক বসে। সালিশ চলাকালে শামছুল আলমের কয়েকজন বহিরাগত অস্ত্রধারী লোক জয়নালের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় মহিলাসহ সাতজন আহত হন।
আহতদের উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এইউ/এম/এমএইচও/এমএআর/জানুয়ারি ২৭, ২০১৪)