চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম আদালত ভবনের নিচতলায় আগুন লেগে জব্দ করা মালামালসহ গুরুত্বপূর্ণ আলামত পুড়ে গেছে।

আদালতের নতুন ভবনের নিচতলায় সিঁড়ির কাছে অবস্থিত পুলিশ ব্যারাকের দক্ষিণ-পূর্ব পাশে মহানগর আদালতের জব্দ করা মালামাল রাখার জায়গায় সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন লাগে। রাত ৮টার দিকে নিচতলার আগুন তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, আগুনে জব্দ করা মালামালসহ মামলার আলামত পুড়ে গেছে। তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পড়লেও সেখানে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। নিচতলায় আগুনে জিনিসপত্র পুড়ে গেলেও তৃতীয় তলায় তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি। নন্দনকান ফায়ার স্টেশনের দুইটি ইউনিট রাত সাড়ে আটটায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার পরপর চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মশিউর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) রেজাউল মাসুদ জানান, কী কারণে বা কীভাবে আগুন লাগল তা বোঝা যাচ্ছে না।

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘১০ ট্রাক অস্ত্র মামলার রায়কে সামনে রেখে এমনিতেই নিরাপত্তা জোরদার রয়েছে আদালত ভবন ও আশপাশের এলাকায়।’

এদিকে আগুন লাগার পর আদালত এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান রেজাউল মাসুদ।

(দ্য রিপোর্ট/এমকে/এনডিএস/জানুয়ারি ২৭, ২০১৪)