ঠাকুরগাঁওয়ে বিএনপির তদন্ত কমিটি
ঠাকুরগাঁও সংবাদদাতা : সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের বিষয়ে তদন্ত করতে বিএনপির ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল ঠাকুরগাঁওয়ে এসেছেন। রবিবার সন্ধ্যায় অ্যাডভোকেট আব্দুল হালিমের নেতৃত্বে তদন্ত দলটি সদর উপজেলার গড়েয়া গোপালপুর গ্রাম পরিদর্শন করেন।
তারা এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শীর কাছে নির্বাচনের দিন ও নির্বাচন পরবর্তী সময়ে ঘটা বিভিন্ন ঘটনার বর্ণনা শোনেন। এ সময় তারা ইসকন মন্দিরের অধ্যক্ষ পুষ্পশীলার সাথেও সাক্ষাৎ করেন। পরে তদন্ত দলটি সদর উপজেলার খাগরাবাড়ি ও খোচাবাড়ি এলাকায় নির্বাচনী সহিংসতায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
তদন্ত দলে আরও রয়েছেন- সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব এ জেড এম জাহিদ হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান গৌতম চক্রবর্তী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, ওবায়দুল্লাহ মাসুদ, মামুন অর রশিদ, মো. জাফরুল্লাহ, রবিউল ইসলাম, রঞ্জু প্রমুখ।
(দ্য রিপোর্ট/এনএইচ/এমডি/শাহ/জানুয়ারি ২৮, ২০১৪)