বরিশালে পালিত হলো ওয়াহিদুল হকের সপ্তম মৃত্যুবার্ষিকী

বরিশাল সংবাদদাতা : প্রদীপ প্রজ্বলন, বিনম্র শ্রদ্ধা নিবেদন ও সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বরিশালে পালিত হয়েছে রবীন্দ্র সঙ্গীত বিশেষজ্ঞ ও কলামিস্ট ওয়াহিদুল হকের সপ্তম মৃত্যুবার্ষিকী। বিএনডিএন মিলনায়তনে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সোমবার বিকেল ৫টায় অয়োজন করে এই স্মরণসভার।
সভায় বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে ওয়াহিদুল হক ছিলেন মনেপ্রাণে খাঁটি বাঙালি। তিনি রবীন্দ্রনাথকে লালন করে হয়ে উঠেছিলেন অনন্য মানুষ। বাংলাদেশের চলমান সাম্প্রদায়িকতা থেকে উত্তরণে তার মতো মানুষের বড় প্রয়োজন। এ সময় বক্তারা ওয়াহিদুল হকের অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের চলমান অস্থির পরিস্থিতি মোকাবেলা করে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান।
সংগঠনের বরিশাল জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে আলোচনা করেন অধ্যক্ষ প্রফেসর মো. হানিফ, গণসঙ্গীত শিল্পী আক্কাস হোসেন, গ্রুপ থিয়েটার ফেডারেশনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজল ঘোষসহ বিশিষ্টজনরা।
এরপর সঙ্গীত পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের শিল্পীরা।
(দ্য রিপোর্ট/বিএস/এমডি/শাহ/জানুয়ারি ২৮, ২০১৪)