খুলনা সংবাদদাতা : খুলনা জেলার ফুলতলা উপজেলায় বাহিনী প্রধান ও চরমপন্থী নেতা তৌহিদুল ইসলাম সবুজ পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ফুলতলার ছাতিয়ানী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার বিভূতি ভূষণ ব্যানার্জী জানান, তৌহিদুল ইসলাম সবুজ শেখকে গতকাল (সোমবার) রাতে অলকা এলাকা থেকে আটক করা হয়। তার কথা মতো আজ (মঙ্গলবার) ভোরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে গেলে ছাতিয়ানী বাজারে সবুজের সহকারীরা পুলিশের ওপর গুলিবর্ষণ করে। এ সময় পুলিশ পাল্টা গুলিবর্ষণ করলে ‘বন্দুকযুদ্ধে’ সবুজ বাহিনী প্রধান তৌহিদুল ইসলাম সবুজ নিহত হয়। পরে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় একজন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে অতিরিক্ত পুলিশ সুপার নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত তৌহিদুল ইসলাম সবুজের নামে ৮টি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি পিস্তল, ২৪ রাউন্ড গুলি ও ৯টি বোমা উদ্ধার করেছে।

(দ্য রিপোর্ট/এমএটি/জেএম/শাহ/জানুয়ারি ২৮, ২০১৪)